ঋনি ভালবাসা
ছায়া ঢাকা সবুজ মাখা
আমার ছোট্ট গ্রাম,
সেথায় ফুলের পরশ দোলে
শ্যমলী তার নাম।
বিবাগী তার মনের কোনে
একটু হাসির বন্যা,
কাজল দুটি আখির নীরে
নিরব জলের ঝর্ণা।
মেঘ বরন চুলের দোলায়
হৃদয় আমার দোলে,
চির সবুজের বুকে তার ছায়া
বিশ্ব মায়ের কোলে।
আলতা পায়ের নূপুর ছোয়া
রক্ত জবা ফুল,
তার পরশে ভাঙ্গিল মোর
জীবনের যত ভুল।
নির্বাক মনে সিহরিত প্রেম
লুকাই গহীন কোনে,
তবুও পাইনা তারে
ভাষে শুধু স্বপনে।
কোকিলের মত মধুর সুরে
হাজার সুরের মূর্ছনা,
সে তো মধুক্ষন
আমারই জীবন
কি দিয়া করিব বন্দনা।
সমুদ্র খিন সাহস দিয়েছে
আমার অন্তরাতে,
হাজার রঙ্গিন স্বপ্ন দিয়েছে
দুটি আখিপাতে।
আমারে সে তো করেছে ঋনি
জীবনের এই ক্ষনে,
ওকে শুধু জায়গা দিয়েছি
আমার ছোট্ট মনে।
তার শত দানের মাঝে
আমার নগন্য উপহার,
তারে রাখিব গলে
করিয়া মনিহার।
No comments