Breaking News

আবেগ

আবেগ



আবেগ তুমি এক ফালি রোদ
জোছনা চাঁদের হাসি,
আবেগ তুমি সুখের নদী
তোমার জলেই ভাষী।
আবেগ তুমি বিরহী মন
প্রিয়ার কাজল আঁখি,
আবেগ হল গাছের ডালে
দুটি চরই পাখি।
আবেগ মানে দুটি মনে
গোপন প্রেমের খেলা,
আবেগ হল দূর আকাশে
সাদা মেঘের ভেলা।
আবেগ হল সুখের মাঝে
একটু চোখের জল,
তোমার আমার নয়নধারায়
বহিছে অবিকল।
আবেগ তুমি বৈশাখী ঝড়
আমার মনের জ্বালা,
আবেগ তুমি কাচের চুরি
আমার পল্লিবালা।
আবেগ হল তোমার ছোয়ায়
হৃদয়ের কম্পন,
আবেগ মানে শিহনতোলা
প্রথম চুম্বন।
আবেগ হল কষ্টের নদী
বিসৃত হাহাকার,
আবেগ মানে আধার রাত্রি
অকুল পারাবার।

No comments