Breaking News

বড়লোক

বড়লোক


জন্ম যাদের কর্ম দোষে
অর্থ ওদের কি দিয়েছে?
অহংকারের স্বর্ণ শেখর;
মাটির টান নেইকো ওদের
চক্ষু সদাই আকাশ পানে
লোভ লালসার ভৈরবী গায়
বৃক্ষ ওরা ছিন্ন শিকর।
টাকায় চলে হাওয়াই জাহাজ
ওরা চলে জয়ো রথে,
নেইকো ওদের নেই যোগাযোগ
কোমলমতি মনের সাথে।
ভালবাসার ওজন যেমন
অর্থ দিয়ে যায়না মাপা,
টাকায় মোরা আজ বড়লোক
আসলে তার সবই ফাপা।
সম্পদের ঐ চুরায় থেকে
দেখছে ওরা মানুষ ছোট,
সেই মানুষের হৃদয়খানী
গগন চুরায় আকাশ খাট।
ভালবাসার শত্রু ওরা 
অর্থ লোভের নরপিশাচ
অহংকারী ঐ শরীরে খোদার লানত
পরুকরে বাজ।
অহংকারী ছাই হহে যাক 
মিসুক ঐ মাটির সাথে,
ভালবাসা পূর্ণতা পাক
চাঁদ তাঁরা আর ফুলের সাথে।

No comments