Breaking News

ভালবাসি তারে

ভালবাসি তারে


বন্ধ ঘরের অন্ধকারে 
একটু আলোর আভাস পেলে
ঝলমলিয়ে হাসে,
রাত দুপুরে দুষ্টুমিতে
আমায় ভালবাসে।
খেয়ালী চাঁদ উঠুক যতই
হেয়ালী সে বেশী,
পূর্ণ শশী হার মেনে যায়
দেখে রাঙ্গা হাসি।
তার ভুবনে আমি ছাড়া 
নেইতো কিছু আর,
চোখের আরাল হলেই করে
মুখটি যেন ভার।
আমায় ভেবে দিনটি কাটে 
একলা শূন্য ঘরে,
কান্না পেলেই মুখটি গুজে
আমার বুকের পরে।
আবেগ ঘেরা আবেশ মাখা
তন্নী নয়ন আঁখি,
অঙ্গে যাহার সুবাস রাঙ্গা
ফুলের আবির মাখি।
যার ছোয়াতে ঘুম ভাঙ্গে মোর
সকাল দুপুর সাঁঝে,
ললাটে মোর চুমু দিয়ে
মুখটি লুকায় লাজে।
রাত জাগা ঐ ভোরের পাখি
লাজুক তোমার মুখ,
তোমায় পেয়ে কোমল হল
আমার কঠিন বুক।
তোমার ছোয়া কোমল হাতের
হৃদয় বিবস করে,
প্রেমে তোমার সজল আঁখি
অশ্রু বাদল ঝরে।

No comments