Breaking News

নিবির অন্তরায়


মন সারাখন অহর নিসি তার প্রতিক্ষা,
অবচেতন মনে অতি গোপনে
যার ছবি আকা।
বিবাগী মনের একটু ভালবাসা,
দিয়েছি যারে একমুঠো আসা
তারেই ভাবিছে মন,
যে মায়াবী রাতে নিবির অন্তরাতে
আমারই স্বপন।
যুগে যুগে কত কাল যেন
দেখিনি তারে,
   তারে খুজে ফেরে
ৃদয়  মাঝারে।
গহনও স্বপন যেন
জেগে উঠে সারাখন
কানে কানে বলে যায় উদাসী পবন,
সে আজি বসে আছে
খুলে দখিনের বাতায়ন।
কত নিরন্তর প্রেম আমার হৃদয়ে
বাধ ভাঙ্গা জোয়ারের উচ্ছাস
তারে বুঝাব কি দিয়ে?
সুরের মূর্ছনা যেন প্রেয়সীর হাতের কাকন
বাজিছে রিম ঝিম তালে,
সে ঝংকার বুকে এসে লাগে
চির ধরে প্রবালে।

No comments