হৃদয় জুরে
নিরব কালো আধার রাতে
তুমি চাদের কনা,
আমি হলে ভোরের পাখি
শ্যমলী তার ডানা।
তুমি আমার নিরব বুকে
শান্ত নদীর জল,
তুমি আমার দুটি চোখে
অশ্র টলমল।
তুমি আমার ভোরের ফোটা
বকুল ফুলের গ্রান,
তুমি আমার ভালবাসা
আমার বুকের প্রান।
তুমি আছ বুকের মাঝে
এই হৃদয়ের পাশে,
তোমায় নিয়ে স্বপ্ন হাজার
দুচোখ জুরে ভাষে।
No comments