Breaking News

তুমি আছ


চোখের তারায় আছ তুমি 
আছ আমার বুকে ,
তোমায় নিয়ে স্বপ্ন দেখি 
অবাক দুঃখ সুখে|
 জীবনটাকে  তুচ্ছ করে 
তোমায়  দিলাম মন ,
তুমি আমার নিদ্রা মাঝে 
মায়াবী স্বপন|
মনের ব্যাকুল চাওয়ার মাঝে  
তুমি আলোর বন্যা ,
তোমায় ভাভি অহর নিশি 
সুখের সপ্তপর্না|
তোমার মায়ায় আমার বুকে 
জোয়ারের কলকল ,
তোমার প্রেম  এ 
আমার অখি  অশ্রু টলোমল |
তুমি আমার নিরব বুকে 
ভালবাসার গ্রান,
তোমার জন্য হাজার জীবন 
করতে পারি ম্লান|



No comments