দুঃখ ব্যথা
বুঝলনা সে হৃদয় বাণী
শুনলনা মোর কথা
বুকের ভেতর লুকিয়ে রেখেছি
কতনা দুঃখ ব্যথা।
স্বপ্ন ঝরে অশ্রু হয়ে
নয়ন গহর্ভরে,
বুকের ভেতর কষ্ট রেখেছি
সাজিয়ে থরে থরে।
তৃষ্ণায় মোর বুক ফেটে যায়
নেই শ্রাবনের বারি,
চাতক আমি মেঘের আশে
রইলাম আজ পরি।
স্বপ্ন জ্বলে মোর কপলে
নয়ন ধারায় জল,
সে যে আমার চঞ্চল প্রানে
জোয়ারের কলকল।
প্রভাত নিশি তার ভাবনা
এই ধরনীর বুকে,
তারে আমার আশিশ দিলাম
থাকে যেন সুখে।
কষ্ট আমার ছোয়না তাহার মন,
আমি হব দক্ষিন হাওয়া
উদাসী পবন;
তার দেহেতে প্রান যোগাব
রহিয়া গোপন।
শুনলনা মোর কথা
বুকের ভেতর লুকিয়ে রেখেছি
কতনা দুঃখ ব্যথা।
স্বপ্ন ঝরে অশ্রু হয়ে
নয়ন গহর্ভরে,
বুকের ভেতর কষ্ট রেখেছি
সাজিয়ে থরে থরে।
তৃষ্ণায় মোর বুক ফেটে যায়
নেই শ্রাবনের বারি,
চাতক আমি মেঘের আশে
রইলাম আজ পরি।
স্বপ্ন জ্বলে মোর কপলে
নয়ন ধারায় জল,
সে যে আমার চঞ্চল প্রানে
জোয়ারের কলকল।
প্রভাত নিশি তার ভাবনা
এই ধরনীর বুকে,
তারে আমার আশিশ দিলাম
থাকে যেন সুখে।
কষ্ট আমার ছোয়না তাহার মন,
আমি হব দক্ষিন হাওয়া
উদাসী পবন;
তার দেহেতে প্রান যোগাব
রহিয়া গোপন।
No comments