Breaking News

বিরহী


ঊর্ধ্ব গগনে সাপিয়া উঠিসে
ঝঞ্জা বিশাদ ময় ,
নিছতব্ধে নিরবে
বাতাশে অন্থরিখে
বিরহী বাতাশ বয়
ম্লান ভারি হল মোর মনের ঘরে,
কাছের মানুষ দূরে চলে যায়
অচেনা বাশির সুরে
মনের জীর্ণ কক্ষ পথে
জার আবাসন প্রথম ,
তারে ভুলিবার বেথা
কি দিয়া করিব উপশম
বেদনা কাতর দুটি তন্নি
ঝরাই বাদল বন্নি
বক্ষ গভিরে লালিত হচ্ছে
বেদনার বিস্তিরন পাহার ,
তাহার নীচে দুঃখ নদে
সৃতির খেয়া পারাপার
মৌ মাছি চাখে,
পত্র পল্লব শাখে
বিবর্ণ অনুভুতি,
নিমেশ আধারে তলিয়ে গেল
বেদনা হল সাথী
হৃদয় আকাশের ধূসর নীহারিকা
অচেনা কক্ষ পথে করিল পরিভ্রমন,
দিয়া মোর আকাশে একরাশ
কালো মেঘের অনুধাবন
পুস্প পরাগে রাখিলাম যারে
মাল্য বাগিচা বাকে ,
পিঞ্জর ভাঙ্গে উড়িয়া গেল
অচেনা ভ্রমরের ডাকে
হইত অনুভুতি তার হবে
বিলীন কাল নিমেশ ,
মুছবেনা কোনদিন মনের
হিমায়িত আবেশ

No comments