Breaking News

প্রাণের নবী

-মোঃরকিবুল ইসলাম

পবিত্র রক্তে রঞ্জিত গোটা
অহুদের প্রান্তর,
কেঁদে উঠে মোর সকল হিয়া
কেঁদে উঠে অন্তর।
রক্তিম রঙ্গে উঠিয়াছে নবারুন,
সাক্ষি হয়ে জেগে আছে মাটি
মিসিয়া নবীর খুন।
প্রাণের নবীরে আঘাত করেছে
কাফের বেইমান,
আঘাতের পর আঘাত হেনেছে
মেটাতে নবীর প্রাণ।
ব্যথায় কাঁতর প্রাণের নবী 
কেঁদে উঠে বারে বারে,
তাইনা দেখে খোদার আরশ
কাঁদে নীরব সুরে;
যার নামে উঠে ভোরের রবি
বিশ্ব দিগম্বরে।
তরুলতা যেন পলকে হারায়
ভাষায় চোখের জলে,
মিসে আছে তার নুরের ছায়া
প্রভাতের বনফুলে।
মানুষের লাগি ভালোবাসা নবী
বিলায়েছে অকাতরে,
তোমার পায়ে ঠাই দিও মোরে
হাজার বছর ধরে।
সন্ধ্যার পাখি সুরে সুরে ডাকে
ওগো মোর দয়া ময়,
কাণ্ডারি মোর প্রাণের নবী
আমার কিসের ভয়।
ছুটে যায় প্রাণ খেজুর ছায়ায়
সবুজ ছাঁদের তলে,
ঐখানে মোর নবীজী ঘুমায়
মদিনার পল্ললে।

No comments